সভাপতি পলাশ সম্পাদক নাজমুল

 

নিজস্ব প্রতিবেদক।

দেবিদ্বার উপজেলা পৌর ছাত্রলীগের কমিটি গঠণ করা হয়েছে। নতুন এই কমিটিতে ছাব্বির আহম্মেদ পলাশ সভাপতি ও নাজমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী বোরহান উদ্দিন এর স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নতুন এই কমিটির অন্যান্য সদসরা হলেন- সহ-সভাপতি সাইদুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক- আহম্মেদ শুভ, মীর নিশান। সাংগঠনিক সম্পাদক- সাইমুন সরকার, জাসিউর রহমান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘ বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ করি। পরিশ্রমের ফল হিসেবে আমাদের নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব যথাযথ পালনে সচেষ্ট থাকবো’।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, ‘ করোনাকালীন সময় সহ নানান সেবা মূলক কাজে নতুন কমিটির সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আশা করি তাদের নেতৃত্বে দেবিদ্বার ছাত্রলীগে নতুন ইতিহাস রচিত হবে’ ।