সাংবাদিক হাবিব জালাল মারা গেছেন

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার সম্পাদক হাবিব জালাল মারা গেছেন। রোববার ঢাকার ইনসাফ আল বারাকা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের কাশিনাথপুর গ্রামে। দীর্ঘদিন তিনি পরিবার নিয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বলরামপুরে বসবাস করে আসছিলেন।

হাবিব জালাল দীর্ঘদিন হৃদরোগ ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। সর্বশেষ করোনায় আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন তিনি।