সেজেগুজে ঘর থেকে বের হওয়া যুবকের লাশ মিলল খাল পাড়ে

 

ঘর থেকে সেজেগুজে বেরিয়ে গেল রিক্সাচালক ইউনুছ(৩৯)। পরদিন সোমবার তার লাশ পাওয়া গেল খালপাড়ে। ঘটনাটি ঘটে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ-মনিপুরের নির্জন বিলে। নিহত ইউনুছ উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের হারেস মিয়ার ছেলে। পেশায় তিনি একজন অটো রিক্সা চালক ছিলেন। নিহতের স্ত্রী অহিদা আক্তার জানান, রোববার সকালে বাজার করে দিয়ে যান। দুপুরে এসে গোসল করে খাবার খেয়ে একটু ঘুমান। ঘুম থেকে উঠে প্যান্ট-শার্ট এবং নতুন জুতা পরে পরিপাটি হয়ে বিকেলে বেরিয়ে যান।
সোমবার লোকজনের মাধ্যমে জানতে পারি বাড়ির অদূরে জাফরাবাদ মনিপুরের নির্জন বিলের পাশের খালে তার মরদেহ পড়ে আছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার অটোরিক্সা বিক্রয়ের টাকা আত্মসাতের জন্যে বা অন্য কোন কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।