২৪বছরের যাত্রীর পকেটে সাড়ে ৮৫ হাজার টাকার ইয়াবা!

 

প্রতিনিধি।।

কুমিল্লায় ২৪বছরের এক যাত্রীর পকেট থেকে  সাড়ে ৮৫ হাজার টাকার ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। কুমিল্লার বরুড়া উপজেলার  মনুয়া এলাকায় রবিবার এই ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চাঁদপুরের পালপাড়া এলাকার তানজিল আরেফিনকে গ্রেফতার করা হয়।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন,  কুমিল্লা রিজিয়নের লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মনুয়া এলাকায় কুমিল্লা- চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপর চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের বাসের (কুমিল্লা ব -১১-০১৩৩) যাত্রী তানজিল আরেফিনকে (২৪) তল্লাশি করেন। তার থেকে  ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবার  আনুমানিক মূল্য পচাশি হাজার পাঁচশত টাকা।

উক্ত আসামির বিরুদ্ধে বরুড়া থানায় মামলা দায়ের করা  হয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।