 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ
 অজিত গুহ মহাবিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 
  
    
    
    
 কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে  ২৬ মার্চ 'মহান স্বাধীনতা দিবস'। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর কুমিল্লা কেন্দ্রীয় শহিদ মিনারে ও  কুমিল্লা সিটি কর্পোরেশনের পার্কে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।  কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশার। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক মোঃ রাশেদুল হক খান। উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. কামরুর রশিদ।
 অনুষ্ঠানে ২৬ মার্চ এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন শিক্ষকবৃন্দ। তারা সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালক ছিলেন অধ্যাপক নাজমা আহমেদ। -প্রেস বিজ্ঞপ্তি।
 
    
    
         
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
        
        
             www.amodbd.com