কুমিল্লার দেবিদ্বারে বালাইনাশক ঝুঁকি হ্রাস বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সঠিক সময়ে সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে বালাইনাশকের ব্যবহার, বালাইনাশক ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন, অতিরিক্ত মাত্রায় বালাইনাশক ব্যবহারের বিভিন্ন ক্ষতিকর দিক, স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক আলোচনা করা হয়। আলোচকরা কৃষকদের সঠিক বালাই নির্ণয় এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রেসক্রিপসন নিয়ে ব্যবহারের আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার বানিন রায়। উপস্থিত ছিলেন ফিল্ড রিসার্সার মোঃ শাহিন আলম, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের বালাইনাশক বিক্রেতা, কৃষি পণ্যের ভোক্তা ও কৃষক-কিষাণীরা । -প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com