প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে নতুন রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, অভিযোগের তদন্ত চলাকালে মজিবুর রহমান মজুমদার নিয়মিত বেতন-ভাতা পেলেও ক্যাম্পাসে প্রবেশ ও অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন না। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মো. মজিবুর রহমান মজুমদার জানিয়েছেন, " তদন্ত কমিটির কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাকে ছুটিতে পাঠানো হয়েছে। আমি পুরোপুরি সহযোগিতা করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেব।"
উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি মো. মজিবুর রহমান মজুমদারকে অনিয়মের অভিযোগে রেজিস্ট্রার পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বদলি করা হয়েছিল।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com