অনুমোদন বিহীন রং ও নকল মোড়ক ব্যবহারে জরিমানা
হাসিবুল ইসলাম সজিব ।
বরুড়ায় বিভিন্ন অনিয়ম, অনুমোদন বিহীন খাবারের রং ও নকল মোড়ক ব্যবহারের অভিযোগে সেভেন ব্রাদার বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
সোমবার (০৬ জানুয়ারী) বিকেলে পৌরসভার তলাগ্রাম এলাকায় বিএসটিআই সহযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
এসময় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,খাবারের সাথে অনুপযোগী রং মেশানো, বিএসটিআই মোড়ক নকল করাসহ নানা অনিয়মের দোষ স্বীকার করায় উক্ত প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন, সেভেন ব্রাদার বেকারি স্বত্বাধিকার মোঃ সুমন বিএসটিআই মানদণ্ড অনুযায়ী সকল ধরনের খাবার প্রস্তুত করার মর্মে অঙ্গীকার প্রদান করেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।