প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
অপরাধীদের কোনো অবস্থায় ছাড় দেয়া হবে না-পুলিশ সুপার

প্রতিবেদক।।
কুমিল্লায় খুন, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে কুমিল্লায় খুনের ঘটনা ঘটেছে ৫টি,গতমাসে তথা ফেব্রুয়ারি মাসে খুনের ঘটনা ঘটেছে ১০টি। জানুয়ারি মাসের তুলনায় গতমাসে খুনের ঘটনা বেড়েছে ৫টি।
জানুয়ারি মাসে কুমিল্লায় ডাকাতির ঘটনা ঘটেছে ১টি, গতমাসে ডাকাতির ঘটনা ঘটেছে ৪টি। জানুয়ারি মাসের তুলনায় গতমাসে ডাকাতির ঘটনা বেড়েছে ৩টি।
জানুয়ারি মাসে কুমিল্লায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩০টি, গতমাসে এ ধরনের ঘটনা ঘটেছে ৩১টি। জানুয়ারি মাসের তুলনায় গতমাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে ১টি।
গতমাসে জেলা পুলিশের আওতায় ৩৪৪ টি মামলা রুজু করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী কুমিল্লায় ডাকাতি, খুন,নারী ও শিশু নির্যাতন, ছিনতাই, দ্রুত বিচার মামলা বৃদ্ধি পেয়েছে।
এসব বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান বলেন, রমজান মাসে অপরাধ প্রবণতা বেড়ে যায়। কারণ মানুষের মুভমেন্ট বেড়ে যায়।
এ সময় মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে রাখা প্রয়োজন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হবে। অবৈধভাবে কারো বাড়ি দখল করতে দেয়া হবে না। অপরাধীদের কোনো অবস্থায় ছাড় দেয়া হবে না। নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com