প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ
অপরাধ বোধ থেকে– গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
চলার পথে কত ভুল করেছি
ছোট ভুল, বড় ভুল।
ভাইয়ের সঙ্গে- বোনের সঙ্গে
মা ও বাবার সঙ্গে, স্ত্রী- সন্তানের সঙ্গে
সহপাঠী- সহকর্মী এবং চেনা-অচেনার সঙ্গে আহা ভুল ! কত ভুল ।
অগণিত ভুল । অযাচিত ভুল।
আজ বেলা শেষের দিকে -এই বোধ থেকে
কষ্ট পাচ্ছি মনে, ছিঁড়ে যাচ্ছে হৃদয়খানি।
আমার চলে যাবার খবরে
রাগ- অভিযোগ মুছে নিও-
হে আহত হৃদয়, মজলুম মন।
ওপারের অনলে আমায় জ্বলতে দিও না।
যাওয়ার আগে ক্ষমার আবেদন রেখে গেলাম কাছের ও দূরের , চেনা ও অচেনা
প্রতিবেশী আমার।
অপরাধ বোধ থেকে আজ-
চাইছি আমি ক্ষমা, ক্ষমা কর আমায়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com