প্রতিনিধিঃ
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খোলা স্থানে রাখা এবং লাইসেন্স নবায়ন না থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে টাইমস স্কয়ার ও তাজমহল নামের দুই রেস্টুরেন্টকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৬এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
এসময় হোটেল তাজমহল এবং হোটেল টাইমস স্কয়ার হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার হালনাগাদ লাইসেন্স প্রদর্শন করতে পারেনি। পরে হোটেল ২টিতে খাবার প্রস্তুত এবং পরিবেশনের স্থানসমূহ অপরিচ্ছন্ন রাখা, খাবার রান্না করার পর ঢাকনা না দেয়া, ফ্রিজে পুরনো বাসি খাবার সংরক্ষণ, দই, রসমালাই বিক্রির লাইসেন্স না থাকা এবং প্রস্তুতকৃত এ সকল খাদ্যদ্রব্যের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল তাজমহল এ ১,০০,০০০/- টাকা অর্থ অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড এবং টাইমস স্কয়ারে ৮০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদনণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, হোটেল ২টি মহাসড়কে চলমান যাত্রী এবং চৌদ্দগ্রাম উপজেলার অত্যন্ত পরিচিত। এমন পরিচিতিকে কাজে লাগিয়ে তারা অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি, খোলা স্থানে খাবার রাখা, ফ্রিজে বাসি খাবার রাখাসহ বিভিন্নভাবে অপরাধ করে যাচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com