প্রতিনিধি।।
ছেলে অর্কশীষ চাকমা। হাই স্কুলে পড়ে। বাবার কিছু স্মৃতি তার মনে আছে। মেয়ে অধিশ্রী চাকমা। তার বয়স ৬মাস। সে বাবার আদর অনুভব করার সময় পাননি। তার আগেই এক সড়ক দুর্ঘনায় বাবা করুণাশীষ চাকমা মারা যান। করুণাশীষ চাকমা পেট্রোকেম বাংলাদেশ কোম্পানির দোহাজারি এলাকায় মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। চাকরির ১মাস ২০দিনের মাথায় এই মৃত্যু। এতে অবুঝ সন্তানদের নিয়ে অথৈ সাগরে পড়ে যান স্ত্রী লিপি চাকমা। পরিবারটির পাশে দাঁড়ায় পেট্রোকেম বাংলাদেশ কোম্পানি লি.।
রবিবার কোম্পানির কুমিল্লা অফিসে করুণাশীষ চাকমার স্ত্রী লিপি চাকমার হাতে ১০লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির এইচ আর ম্যানেজার সামিরা হক,ডিএসএম আবদুল হান্নান,হামিদুল ইসলাম,চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ।
লিপি চাকমা জানান,পরিবারের কর্তাকে হারিয়ে অসহায় হয়ে পড়ি। তিনি অল্প সময় ওই কোম্পানিতে কাজ করেছেন। ভাবিনি এই সহযোগিতা পাবো। কোম্পানি দ্রুত সময়ে ১০লাখ টাকার চেক দিয়েছেন। আশা করছি এটা দিয়ে পরিবার ও সন্তানদের শিক্ষার খরচ চালাতে পারবো।
এইচ আর ম্যানেজার সামিরা হক বলেন, করুণাশীষ চাকমার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েন। তিনি আমাদের পরিবারের সদস্য ছিলেন। আমরা তার পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। তার সন্তানদের লেখাপড়া ও স্ত্রীর চাকুরিসহ যে কোন বিষয়ে আমরা সহযোগিতার চেষ্টা করবো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com