আমোদ প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটের পূর্ব দৈয়ারা (কোদালিয়া) এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১ সিপিসি-২। অভিযানে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি সরবরাহের সময় দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের অলিউর রহমানের ছেলে মো. সুমন ফরাজী(২৫) এবং একই উপজেলার তুলাসার গ্রামের ইয়াকুব মৃধার ছেলে মো. ইবনে সাইদী জুবায়েদ হোসেন(২১)। অভিযানে ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,এই চক্রটি সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানি সরবরাহ করে। বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে। এভাবে অবৈধভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, অপরাধীদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com