অভাবে থাকেন মসজিদে- ২য়বার চুরি তার অটো রিকশাটি!
প্রতিনিধি।।
তাজুল ইসলাম। অটো রিকশা চালক। তিনি মসজিদে মুয়াজ্জিনের সাথে থাকেন। ২য়বারের মতো অটো রিকশা চুরি হওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন তাজুল ইসলাম তাজু। কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার পলাশী গলিতে রবিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে তার রিকশাটি চুরি হয়ে যায়। একটা বাসায় মালামাল উঠিয়ে নিচে নেমে দেখেন তার অটো রিকশাটি নেই।
(চুরিতে অভিযুক্ত।)
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক চোর তার রিকশাটি নিয়ে যাচ্ছে। ৮মাস আগে নগরীর ঢুলিপাড়া এলাকায় তাকে মারধরের পর অজ্ঞান করে প্রথম অটো রিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা। এতে তার দাঁত পড়ে যায়। এরপর তিনি ঋণ নিয়ে ২য় রিকশাটি কিনেন।
কান্নাজড়িত কন্ঠে তাজুল ইসলাম তাজু বলেন, পরিবার নিয়ে ২৩বছর কুমিল্লা নগরীতে থেকেছেন। টানাটানিতে পড়ে তাদের গ্রামের বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলার চেঁচড়াপুকুরিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ৪জন মেয়ে ও ২জন ছেলে। তিনি পরিবারের একমাত্র রোজগার করেন। প্রথম মিশুকটি ৩মাস চালিয়েছেন। ৮মাস আগে সেটি ছিনতাই হয়ে যায়। সেটার টাকা শোধ করতে পারেননি। ২য়টি ৮মাস চালিয়েছেন। এটির টাকাও পরিশোধ হয়নি। তিনি আয়ের অবলম্বন হারিয়ে দিশাহারা হয়ে গেছেন। তিনি তার রিকশাটি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রেইসকোর্স এলাকার বাসিন্দা ডা. ফরহাদ আবেদীন,ডা.জয়নাল আবেদীন ও ব্যবসায়ী এমদাদুল হক বলেন, আমরা তাজুল ইসলামকে দীর্ঘদিন থেকে জানি। তিনি নিরীহ ভালো মানুষ। পরপর দুইটি অটো রিকশা চুরি হওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন। তার রিকশাটি উদ্ধার হলে তিনি পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন।
কুমিল্লা কোতয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, তাজুল ইসলামের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি একটা ইতিবাচক ফলাফল পাবো।