মোহাম্মদ শরীফ।
‘অর্থনৈতিক ভাবে আমরা অনেক উন্নত হয়েছি। কিন্তু মানষিক ভাবে দরিদ্র হয়ে রয়েছি। আমাদের মানষিক ভাবে উন্নত হতে হবে। শিক্ষা আমাদের এই মানষিকতা পরিবর্তন করে দিবে।’ শনিবার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক। দেবিদ্বার উপজেলা ফতেহাবাদ নায়েব আলী কলেজ শিক্ষার্থীদের তিনি আরো বলেন, ‘শিক্ষা সবচেয়ে বড় ইনভেস্ট। এক পাশে টাকা এক পাশে যদি একজন মেধাবী শিক্ষার্থী থাকে। টাকা ধীরে ধীরে কমে যাবে কিন্তু একজন মেধাবী শিক্ষার্থী একটি জাতী গড়ে তুলবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা শিক্ষা ক্ষেত্রে ইনভেস্ট করতে চাই না। যার কারনে আমরা অনেক পিছিয়ে আছি।’
ফতেহাবাদ নায়েব আলী কলেজ নবীন বরন অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তবে এসব বলেন মানবিক সংগঠন ‘হ্যালো ছাত্রলীগের এই প্রতিষ্ঠাতা। এসময় আরো উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আলী জিন্নাহ , সোনার বাংলা কলেজ অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, ফতেহাবাদ ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ প্রমুখ। শেষে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, কলম ও ডাইরি তুলে দেন অতিথিরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com