হাসিবুল ইসলাম সজিব।।
ছাত্রদলের মত বৃহৎ সংগঠন স্রোতহীন নদীতে পরিণত হয়েছে বলে দাবি তরুণ নেতাদের। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি হওয়ায় পর এখন পযর্ন্ত কেন্দ্রীয় তিনটি কমিটি পরিবর্তন হয়েছে। নানা সময় কেন্দ্রীয় ছাত্রদলের অনেক সাংগঠনিক টিম আসলেও গতি পায়নি কুমিল্লা ছাত্রদলের সাংগঠনিক ব্যবস্থা। নেতৃত্বে আসেনি নতুন কোন ছাত্রদলনেতা।
অর্ধযুগের বেশি সময় ধরে একই কমিটিতে চলছে কুমিল্লা জেলা ছাত্রদলের কার্যক্রম। এ অবস্থায় নেতৃত্বপ্রত্যাশীরা দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
২০১৮ সালের ৫ জুন রিয়াজ উদ্দিন রিয়াজকে সভাপতি, ফখরুল ইসলাম মিঠু'কে সিনিয়র সহ সভাপতি , তুষার পাল, আসিফ ইকবাল ফারিয়াল ও রোবোন মজুমদার'কে সহ-সভাপতি, ফরিদ উদ্দিন শিবলুকে সাধারণ সম্পাদক, আক্তার হোসেন, আবুল কালাম,শাহাবুদ্দীন হাসিব ভূঁইয়া,মুনির হোসেন ভূঁইয়া, কাজী হোসনে জামান জিকু,জনি পাটোয়ারী,জামাল উদ্দীন পাভেল ও আনোয়ার হোসেন'কে যুগ্ম সম্পাদক এবং শরিফ উদ্দিন বাহার'কে সাংগঠনিক সম্পাদক করে কুমিল্লা জেলা ছাত্রদলের চৌদ্দ সদস্যের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি।সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ বর্তমানে যুবদলের যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু জেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন কমিটি না হওয়ায় সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সম্পাদক আক্তার হোসেন দায়িত্ব রয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকে নেতৃত্বে রয়েছেন।
দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতির পদ প্রত্যাশী কাজী জুবায়ের আলম জিলানী বলেন, কুমিল্লা দক্ষিণ জেলার মোট ২৭ টি ইউনিট। তাদের মধ্যে ৩টি ইউনিটের অস্থায়ী, ১০ টি কলেজ ও ১ টি পৌরসভা কমিটি গঠন করা হয়েছে। বাকি ১৩ ইউনিটে কোন কমিটি গঠন করা হয়নি। গত ১৭ বছর আমরা ছাত্রদল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানই হইলো তার বহিঃপ্রকাশ নতুন নেতৃত্ব। যারা আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে ছিলেন এবং পরীক্ষিতদের নেতৃত্বে দেওয়া হোক। নতুন নেতৃত্ব আসলে মানুষের অধিকার বাস্তবায়ন হবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, আমাদের কুমিল্লা উত্তর জেলার সকল ইউনিট গঠন করা হয়েছে। পূর্ব দক্ষিণ জেলাও হবে। আশা করি ডিসেম্বর - জানুয়ারীতে নতুন কমিটি গঠন হবে। সরকার পতনে পর থেকে আমাদের কর্মীদের নিয়ে সকল ইউনিটের কার্যক্রম চলছে। এখন সময়ের দাবি, যেকোনো সময়ে কমিটি ঘোষণা করতে পারে। সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে সুশৃঙ্খল নেতৃত্বের জন্য আমার কমিটি গঠন করবো। আগে মত কয়কটি হোন্ডা বা মোটরসাইকেল নিয়ে সু-ডাউন করা ব্যক্তিকে আমরা নেতৃত্ব দিবো না। সামাজিক, মেধা, শিক্ষা, সাংগঠনিক দক্ষ ব্যক্তিকে নতুন নেতৃত্বে দেওয়া হবে। যাকে মানুষ ভালো বলবে। পেশি শক্তি বা অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে নেতৃত্বে দেওয়া প্রশ্নেই আসে না।
মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কেন্দ্রীয় বা সাংগঠনিক সিন্ধান্তের বিষয়। নেতারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ছাত্রদল কমিটির প্রতিবেদনের রিপোর্ট আমাদের অভিভাবক তারেক রহমানের কাছে পাঠিয়েছি। ওনি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত দিলে আমার কমিটি ঘোষণা করবো।