অসহায়দের ভাগ্য বদলাতে আওয়ামী লীগ নেতার উদ্যোগ

আবদুল্লাহ আল মারুফ।।
১৮ পরিবারের ভাগ্য বদলাতে আওয়ামী লীগ নেতা এক ভিন্ন উদ্যোগ নিয়েছেন। এতে উপকারভুগী হতে পারে ১৮ পরিবারের শতাধিক সদস্য। এছাড়াও মোট ৫৪ টি খাতে সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি। শুক্রবার (২৯ সেস্টেম্বর) বিকেলে জেলার বরুড়ার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিতড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ সহযোগিতা করেন তিনি।
জানা গেছে, ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নয়জন কর্মহীন অসহায় পুরুষকে একটি করে অটোরিকশা, নয়জন অসহায় নারীকে একটি করে সেলাই মেশিন, নয়জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, নয়জন সন্তান সম্ভবা দুস্থ নারীকে মাতৃত্বকালীন ভাতা, ১৮ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার এবং নয়টি মসজিদে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামানের (জামাল) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম)।
প্রধান অতিথির বক্তব্যে এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দিয়েছেন। তিনি যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তা বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির পথ রচনা করে দিয়েছেন। তার শাসনামলে দেশের সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ এখন সারাবিশ্বের বিস্ময়।
ইতিমধ্যে উপজেলার আগানগর, পয়ালগাছা, শিলমুড়ি (দ:), খোশবাস (উ:), শাকপুর, খোশবাস (দ:), আদ্রা এবং ঝলম ইউনিয়নে অনুদান বিতরণ, সম্মাননা প্রদান ও দলীয় নেতা কর্মীদের সংগঠিত করার কাজ সম্পন্ন হয়েছে, পর্যায়ক্রমে বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. মো: দেলোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামানসহ আওয়ালী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।