প্রতিনিধি।।
অস্ত্রধারীসহ প্রচারণা করায় কুমিল্লা-২ আসনের নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরীকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ, কুমিল্লা তাওহীদা আক্তার এই শোকজ করেন।
নোটিসে বলা হয়, আপনি বিগত ২৪ডিসেম্বর হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন এলাকায় নির্বাচনি প্রচারণাকালে নেতাকর্মী সমর্থকদের দুই একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিলো, যা ভিডিও ফুটেজে দেখা যায়। যা কিনা গণ প্রতিনিধিত্ব আদেশের অধীন শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও আপনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা প্রচারিত প্রজ্ঞাপন লঙ্ঘন করেছেন।
এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ করা হবে না এই মর্মে আপনি স্বয়ং বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। আগামী ৩১ডিসেম্বর কুমিল্লা-২ এর অস্থায়ী কার্যালয় যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালত, কুমিল্লায় হাজিরের নির্দেশ দেয়া হলো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com