প্রতিনিধি।।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ৫ ও ৬ জুলাই ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে "A Review on OBE" and " Pedagogy and Assessment in OBE" শীর্ষক কর্মশালা।
কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কিউএ এক্সপার্ট অধ্যাপক ড. ফারহিন হাসান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. শাহ জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটের কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী, সকল বিভাগের প্রধান ও শিক্ষকরা।
কর্মশালায় আউটকাম বেজড কারিকুলামকে আরও যুগোপযোগী করার জন্যে করণীয় ও আউটকাম বেজড কারিকুলামে পাঠদান পদ্ধতির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়, গ্রুপ ওয়ার্ক, কেস স্টাডি ইত্যাদি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সিসিএন বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেজড কারিকুলামে পাঠদান শুরু হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com