অফিস রিপোর্টার।।
সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেন, বিএনপি, জামাত স্বাধীনতা বিরোধীরা চৌদ্দগ্রামসহ বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে প্রতিটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করবেন। জামায়াত বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করছে। অপপ্রচারকারীদের আইনের হাতে তুলে দিবেন। স্বাধীনতার বিরুদ্ধে অপপ্রচারকারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। যেখানে তারা নাশকতা করবে সেখানে তাদের প্রতিহত করবেন। তিনি আরোও বলেন ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নকে যারা বাধাগ্রস্থ করতে চায় তাদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন। অগুন সন্ত্রাস, নৈরাজ্যের, নাশকতা ও দুর্নীতিবাজদের দেশ থেকে প্রতিহত করতে সকলকে আহবান জানান । বুধবার ( ৩১ মে) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। পরে মুজিবুল হক এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরুর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক উপকমিটির সদস্য এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি,
বাতিসা ইউপির সাবেক চেয়ারম্যান জি এম জাহিদ হোসেন টিপু, গুণবতী ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়া খোকন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন,
উজিরপুর ইউপির চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম, আলকরা ইউপির চেয়ারম্যান মাঈনউদ্দিন ভূঁইয়া, গুণবতী ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুন্নেসা আমিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল হাসান রাফি, সাধারণ সম্পাদক ইস্রাফিল পিয়াস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজির আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আরস মজুমদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান শামীম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ , ছাত্রলীগ নেতা রিয়াজ পাটোয়ারি, নয়ন, জোবায়ের হোসেন শুভ প্রমুখ।
সকালে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এম,পি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন আয়োজিত চৌদ্দগ্রামে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল। চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সুলতানা লিমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা, হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com