প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
‘আওয়ামী লীগ এক হাজার বছর কারাগারে থাকলেও পাপ শোধ হবে না’
প্রতিনিধি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে সিদ্ধান্ত ৫ অগাস্ট হয়ে গেছে। একটি দলের প্রধান হাসিনার যখন পতন হয় এবং পালিয়ে যায়। যে দলের হাতে ২০০০ শহীদের রক্ত এখনো আছে সেই দল আবার পুনর্বাসিত হবে কি হবে না তা পাঁচই আগস্ট নির্ধারিত হয়ে গেছে। জুলাই গণআন্দোলনের শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এবং এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক নয়। এখন একটি বিষয়ে প্রাসঙ্গিক তা হল আওয়ামী লীগের আগে সুবিচার হতে হবে। আওয়ামী লীগ গত ১৬ বছরে যা করেছে এক হাজার বছর কারাগারে থাকলেও তা শোধ হবে না।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষ সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল৷
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জিএম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে আলাপ জাতীয় পার্টি দিচ্ছে এটি ফ্যাসিবাদের আরেকটি দোসর। জাতীয় পার্টির উপর ভর করেই কিন্তু ফ্যাসিবাদ ডালপালা গজিয়ে মহীরুহু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।জাতীয় পার্টি যদি মনে করে আন্দোলনের আগে পরে কয়েকদিন থেকে মেইনস্ট্রিমে চলে আসবে; তবে তারা ভুল ভাবছে। জাতীয় পার্টি আওয়ামী দোসর। আওয়ামী দোসর হিসেবেই ইতিহাসে স্বীকৃত থাকবে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর-সেটি ছাত্র নাগরিক কোন ধরনের তোয়াক্কা করে না।
ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়ার ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম গুলো যেভাবে বিদ্বেষ ছড়ানোর জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশে যে কোন হিন্দু মুসলমান বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা বেশি বেশি গণমাধ্যমে তুলে ধরতে হবে। তারই সাথে সাথে ভারত যে মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রোপাগান্ডা সেল গঠন করে আমাদের দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন।
অনুষ্ঠানে আরও অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com