উপজেলা রিপোর্টার,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) ।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভার কাউন্সিলরসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের পশ্চিম পার্শ্বে রেলওয়ে ক্লাব হতে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (৭ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানা পুলিশ জানায়, পুলিশের মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মোবারক আলী ও এসআই মোঃ আবু ছালেক আখাউড়া রেলওয়ে জংশনের পশ্চিম পার্শ্বে রেলওয়ে ক্লাব হতে জুয়া খেলা চলাকালীন অবস্থায় জুয়া খেলার নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা ও ১০৪ টি তাস কার্ডসহ ১৩ জন কে আটক করে।
আটক আসামিরা হলেন, আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজন, উপজেলার নুরপুর গ্রামের মৃত এলু মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (৬০), ছোট কুড়িপাইকা গ্রামের খালেক খন্দকারের ছেলে সবুজ খন্দকার (৩৫), শান্তিনগর গ্রামের রমজান হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩০), ধরখার গ্রামের মৃত কালন মিয়ার ছেলে মোঃ আব্দুর রউফ (৪৪), রাধানগর গ্রামের হিরন খানের ছেলে মোঃ সোহাগ খান (৩০), হিরাপুর গ্রামের মৃত নুরুল ইসলাম ভূইয়ার ছেলে এমদাদুল ইসলাম ভূইয়া (৫০), ছোট কুড়িপাইকা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ রবিউল (৩০), ছয়ঘড়িয়া গ্রামের আব্দুল হকের ছেলে মজিবুর (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ ফরিদ মিয়া (৬০), সুহিলপুর গ্রামের মৃত কুদরত মিয়ার ছেলে ফুল মিয়া (৬৮), চানপুর গ্রামের মৃত মালু মিয়ার ছেলে ফখরুল মিয়া (৪৫) ও বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কুনিয়া গ্রামের মোঃ বেলায়েতের ছেলে মোঃ ইমরান(৪৮)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার মধ্য রাতে আখাউড়া রেলওয়ে ক্লাব হতে জুয়া খেলা চলাকালীন অবস্থায় পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজনসহ ১৩ জন কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা ও ১০৪ টি তাস কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com