মো.ফজলে রাব্বি,আখাউড়া
‘পরিবর্তিত বিশে^ প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এই প্রতিপাদ্যে ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে শনিবার সকালে পৌরশহরের সড়ক বাজারস্থ সংগঠনের কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়। এসময় বয়স্ক ভাতা বৃদ্ধির দাবী জানিয়ে স্লোগান দেওয়া হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে গিয়ে শেষ হয়। পরে সংঘের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ সংঘের সভাপতি মোঃ কাদিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চম্পকনগর কলেজের সহকারি অধ্যাপক শংকর প্রসাদ মিত্র।
এসময় অন্যান্যের বক্তব্য রাখেন সমাজ সেবক আলহাজ¦ মোঃ মোসলেহ উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মোঃ নাজির হোসেন ভূইয়া, মাহমুদুল হক সরকার, মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
আলোচনার শুরুতে সংঘের সাবেক সিনিয়র সভাপতি মধুসুদন পাল এবং সদস্য মিনা রানি ঘোষের প্রয়ানে শোক প্রস্তাব করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ চৌধুরী।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com