মো.ফজলে রাব্বি,আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার কর্মস্থলে যোগ দিয়েছেন। গতকাল সোমবার সকালে নিজ দফতরে যোগদান শেষে সকাল ১০টায় তিনি উপজেলার সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
নবনিযুক্ত ইউএনও কে ফুল দিয়ে বরণ করে দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম। নবাগত ইউএনও ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে চাকুরীতে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে তার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য যে, রুমানা আক্তার আখাউড়া উপজেলায় দ্বিতীয় নারী ইউএনও হিসেবে যোগদান করেছেন।এর আগে আখাউড়ার প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করেছিলেন তাহমিনা আক্তার রেইনা। রোমানা আক্তার ৩০তম ইউএনও হিসেবে আখাউড়ায় যোগ দিয়েছেন। তিনি ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের যোগ দান করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com