প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২২, ৮:৪১ অপরাহ্ণ
আখাউড়ায় বিজিবি-বিএসএফ’র বৈঠকে আলোচনা
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
মাদক-অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধসহ বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সীমান্ত সম্পর্ক স্থাপনে পদক্ষেপ গ্রহণ জরুরি।তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সমর্থন, অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি-বিএসএফ সেক্টর কমাণ্ডার পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে আখাউড়া বিওপি'র সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বিএসএফ গোকুলনগর সেক্টরের সেক্টর কমাণ্ডার ডিআইজি রাজেস সিং কনওয়ারের নেতৃত্বে ভারতের সাত সদস্যের দলকে নো-ম্যানসল্যাণ্ডে স্বাগত জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমাণ্ডার কর্ণেল মো. মারুফুল আবেদীন। সেক্টর কমাণ্ডার পর্যায়ের এই বৈঠকে মাদক নিয়ে জিরো টলারেন্স নীতির সমর্থনসহ দু'দেশের সীমান্তের বিভিন্ন সমস্যা এবং তা নিরসন নিয়ে আলোচনা হয়। সেই সাথে বন্ধুপ্রতীম এই দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা, অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূণ্যরেখা অতিক্রম রোধে নিয়ে আলোচনা করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com