প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২০, ২:৩৯ অপরাহ্ণ
আখাউড়ায় ভাঙ্গারি দোকানে মর্টারশেল !
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীনতার যুদ্ধের সময়ের পরিত্যক্ত ৩৫ কেজি ওজনের একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) আখাউড়া উপজেলা সদরের নারায়ণপুর বাইপাস এলাকার মো. আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। বর্তমানে মর্টার শেলটি তার দোকানেরই একটি কক্ষে ড্রামবর্তী পানির নিচে রাখা আছে।
দোকানের মালিক আলমগীর মিয়া জানান, মঙ্গলবার বিকেলে তমা কোম্পানির শ্রমিকরা পুরাতন রডসহ মর্টারশেলটি বিক্রি করে। বুধবার এটি দেখে সন্দেহ হলে বিষয়টি তিনি পুলিশকে অবগত করেন। পুলিশ প্রশাসন ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মর্টারশেলটি উদ্ধার করে নিরাপদে পানিতে ডুবিয়ে রাখে। পুলিশের ধারণা শেলটি স্বাধীনতা যুদ্ধের সময ফেলে রাখা হয়। তবে মর্টারশেলটি নিস্ক্রিয় কি না তা আপাতত বলা যাচ্ছে না।
আখাউড়া থানার পরিদর্শক (ওসি) রসুল আহমেদ নিজামী বিষয়ের সত্যতা নিশ্চিত জানান, 'মর্টারশেলটি পুরাতন এবং পরিত্যক্ত। পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে ড্রামবর্তী পানিতে রাখা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com