আখাউড়ায় র‌্যাবের অভিযানে ভারতীয় মাদকসহ দুইজন গ্রেপ্তার

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‌্যাবের অভিযানে বিভিন্ন রকমের মাদকসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেনন উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মিনারকোট গ্রামের নূর মোহাম্মদের পুত্র মো. মুরসালিন (২৫) এবং পার্শ্ববর্তী ধর্মনগর গ্রামের মো. লিটনের পুত্র মো. আরিফ (২৫)। তাদের জিম্মা থেকে ১৫০ পিস ইয়াবা, আধা কেজি গাঁজা, আট ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
শনিবার (১৭ জুলাই) দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মিনারকোট গ্রামের আনন্দবাজার এলাকার মুরসালিনের পোল্ট্রি মুরগির দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় মুরসালিন ও আরিফকে আটক করে তাদের জিম্মা থেকে উদ্ধার করা হয় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, আধা কেজি গাঁজা এবং আট ক্যান বিদেশী বিয়ার। আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক চোরাচালান করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। পরে আটককৃত মোরসালিন ও আরিফকে  উদ্ধারকৃত মাদকসহ থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদাললতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।