প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২১, ১০:২৪ অপরাহ্ণ
আখাউড়া স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি চালু
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
পুনরায় সচল হলো আখাউড়া স্থলবন্দর।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ছয় দিন ছুটি শেষে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। সোমবার (২৬ জুলাই) সকাল থেকে মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী ভারতে রপ্তানির মাধ্যমে স্থলবন্দরের কার্যক্রম চালু হয়।
আখাউড়া স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্দরে ছয় দিনের ছুটি শেষে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে কর্মচঞ্চলতা ফিরে এসেছে। তবে ছুটির সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি স্বাপেক্ষে যাত্রী পারাপার করেছে।
প্রসঙ্গত, রপ্তানীমূখী আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যসহ ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে বাংলাদেশ থেকে পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রপ্তানি হয়ে থাকে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com