আমোদ প্রতিবেদক।
কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজে নবীনবরণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। কলেজ অধ্যক্ষ পরম আনন্দ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা রোটারিয়ান আনিসুর রহমান আখন্দ। প্রধান অতিথি বলেন, আগামীর বাংলাদেশ হবে কারিগরি শিক্ষা নির্ভর বাংলাদেশ। কারিগরি শিক্ষায় যারা ভালো করবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমি ভবিষ্যৎ বাংলাদেশের কথা চিন্তা করে এ কলেজটি প্রতিষ্ঠা করি। আজ আমরা স্থায়ী ক্যাম্পাস পেয়েছি। আমাদের ছাত্ররা সারা দেশে সুনামের সাথে কাজ করছে। পাস করে কেউ বেকার থাকছে না, এটাই এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বড় সফলতা।
এসময় আরও বক্তব্য রাখেন প্রশিক্ষক শাহ আলম, প্রভাষক শাখাওয়াত হোসেন ভূঁইয়া, ফারহা নাজ ইসলাম, নিয়াজ খান, প্রশিক্ষক শামসুন্নাহার, শিমুল ভৌমিক, তৈয়বুর রহমান সোহেল, লাইব্রেরিয়ান সোলায়মান সরকার এবং অভিভাবক আব্দুল্লাহ হিল বাকী।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com