এ যেন টেস্ট ক্রিকেটে টি টোয়েন্টি ইনিংস। মৃদু ভাষী সাক্কুর প্রচারণায় অষ্টম দিনে কুমিল্লা স্টেডিয়ামে নৌকার প্রার্থীকে ডেকেছেন রাজনৈতিক শক্তির লড়াইয়ের জন্য।
আজ নগরীর ২০ নং ওয়ার্ডে প্রচারণা শেষে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত কে উদ্দেশ্য করে বলেন,
'যদি শক্তি থাকে ওনাকে বলেন স্টেডিয়ামে আসতে আমিও আসবো। আমি চোর হলে সে বড় চোর! সীমা (গত সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ) যদি নৌকা পেতো রিফাত আমার পেছনে এসে বলতো, নৌকাকে ফেল করাও'।
সাক্কুর এমন বক্তব্যে কুমিল্লা সিটি নির্বাচনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে।
নির্বাচনী প্রচারণায় নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বৃহস্পতিবার (০২মে) বলেন, 'যদি সাক্কুর দুর্নীতির প্রমাণ করতে না পারি প্রার্থীতা প্রত্যাহার করবো।’
রিফাতের এমন মন্তব্যের জেরে সাক্কু আজ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, 'আল্লায় চামড়ার মুখ দিছে, মুখে যা আসে তাই বলে। ওনি প্রমাণ করার কে। ওনি জজ না সরকার?'
নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে নৌকার প্রার্থী রিফাত আজ প্রচারণা চালিয়েছেন নগরীর জাঙ্গালিয়া অঞ্চলে। তিনি বলেন,' নির্বাচিত হতে পারলে সাক্কুর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবো। এক বছরের মধ্যে নগরীর যানজট ও জলাবদ্ধতা নিরসন করবো।
এদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার আজ নির্বাচনী প্রচারণা চালান নগরীর ১৩নং ওয়ার্ড থিরা পুকুরপাড় মসজিদ এলাকায়। তিনি বলেন , 'প্রচার-প্রচারণা কালে আমার লোকদের হুমকি দিচ্ছে নৌকার কর্মীরা। আমি এই বিষয়টিসহ সাতটি অভিযোগ দিয়েছি নির্বাচন কমিশনে। তার একটিরও প্রতিফলন দেখছি না।'
কুমিল্লা সিটি নির্বাচনে এবার ৫জন প্রার্থী মেয়র পদে লড়ছে। এটি সিটির তৃতীয় নির্বাচন। এর আগে ২০১২ ও ২০১৭ সালের দুই নির্বাচনে স্বতন্ত্র ও বিএনপির হিসেবে জয় লাভ করেন সাক্কু।
উল্লেখ্য- আগামী ১৫জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটির তৃতীয় নির্বাচন। এবছর স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেয়াল ঘড়ি প্রতীকে সাক্কু নির্বাচন করছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com