আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি

রেজাউল আহবায়ক, রায়হান সদস্য সচিব ও ফারুক যুগ্ম আহবায়ক

মোহাম্মদ শরীফ ।।
মো. রেজাউল কাইয়ুমকে আহবায়ক, শফিউল আলম রায়হানকে সদস্য সচিব ও ফারুক আহম্মদকে যুগ্ম আহবায়ক করে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৭এপ্রিল) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম স্বাক্ষরিত ৩১ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন নব ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক, ভিক্টোরিয়া কলেজের ছাত্রদল ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। তিনি বলেন, ‘দলের দুর্দিনের পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে৷ তারা দলের প্রয়োজনে নানা আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। দেশ নায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে এই কমিটি কাজ করে যাবে’।
কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক ওমর ফারুক, আবুল কাশেম চেয়ারম্যান, অধ্যাপক ফরহাদ হোসেন ভূঁইয়া, ফারুক আহম্মদ, আবুল হোসেন, আলী হোসেন, খোরশেদ আলম সিআইপি, আবু তাহের আবুল, মোস্তফা সারোয়ার, কবির হোসন প্রমুখ।