মোহাম্মদ শরীফ।
তিন বছর আগে শিশু আবদুল্লাহকে ফেলে তার আপন মা প্রেমিকের সাথে চলে যান। আবদুল্লাহকে দেখাশোনার জন্য বাবা আমানুল্লাহ বিয়ে করেন লিজা আক্তার নামে অন্য একজন নারীকে। সেই সৎ মা লিজা আক্তারের হাতে প্রাণ গেলো শিশু আবদুল্লাহর। ঘটনাটি ঘটে শনিবার (১৩ জুলাই) কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে। এঘটনায় অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আবদুল্লাহকে(৭) হত্যার বিষয়টি লিজা আক্তারা স্বীকার শিকার করেছেন বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া। আবদুল্লাহ ২য় শ্রেণীতে পড়তেন। আবদুল্লাহর পিতা আমানুল্লাহ বাদী হয়ে অভিযুক্ত স্ত্রীর নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু আবদুল্লাহ তার সৎ মায়ের কাছে খাবার চায়। এতে উপর বিরক্ত হয়ে এক পর্যায়ে তাকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করেন লিজা আক্তার। স্থানীয়রা শিশুটিকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২য় সংসারে আবদুল্লাহর আড়াই বছরের আরেকটি ভাই রয়েছে।
ইউছুফপুর ইউনিয়ন সদস্য মোসলেম উদ্দিন জানান, আমরা এসে দেখছি শিশুটি মৃত পড়ে আছে। তার গলায় দাগ রয়েছে। শুনেছি সৎ মা তাকে মেরে ফেলেছেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নয়ন মিয়া জানান, সৎ মা লিজা আক্তারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যার কথা স্বীকার করেছেন। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com