আমোদ ডেস্ক।।
টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-২০ সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। আবু ধাবিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ তে জিম্বাবুয়েকে ৪৫ রানে পরাজিত করেছেন আফগানরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানের বিশাল স্কোর দাঁড় করায় আফগান শিবির। ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ানরা।
বড় টার্গেট পাড়ি দিতে নেমে জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা আফগান স্পিন অ্যাটাকের সামনে বেশ সুবিধা করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন রায়ান বুর্ল।
এছাড়া ডোনাল্ড ত্রিপানোর ব্যাট থেকে আসে ২৪ রান। আফগানিস্তানের বোলারদের মধ্যে রশিদ খান ৩টি, মোহাম্মদ নবী ও নাভিন-উল হক ২টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে উসমান গণির ৩৪ বলে ৪৯, করিম জানাতের ৩৮ বলে ৫৩ এবং মোহাম্মদ নবীর ১৫ বলে ৪০ রানের তাণ্ডবীয় ইনিংসে ১৯৩ রানের বড় পুঁজি পায় আফগানিস্তান। ব্যাট-বলে ঝলক দেখিয়ে ম্যাচ সেরা হন অলরাউন্ডার নবী। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। একই ভেনুতে আজ সিরিজের শেষ টি-২০তে মুখোমুখি হবে দু’দল।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com