কুমিল্লা প্রতিনিধি।।
আসন ফাঁকা থাকায় আবারও ভর্তির সময়সীমা বৃদ্ধি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বসিদ্ধান্ত অনুযায়ী ৩০ মার্চের পর ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা থাকলেও শূন্য আসনে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটি ‘বি’ ইউনিটের প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
অধ্যাপক শরীফুল করীম বলেন, ভর্তি পরীক্ষা কমিটির বুধবারের সভায় ১১ এপ্রিল পর্যন্ত ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
এদিকে গত মাসের ২৭ ফেব্রুয়ারি নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেসময় তিন ইউনিটে ৮৬ টি আসন খালি থাকলেও এক মাসেরও বেশি সময় পর শূন্য আসনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ এ। এরমধ্যে ‘ক’ ইউনিটে ১১, ‘খ’ ইউনিটে ৮৪ ও 'গ' ইউনিটে ৯ টি আসন ফাঁকা রয়েছে বলে জানিয়েছে রেজিস্ট্রার দফতর। ভর্তির পরও অনেকে তা বাতিল করায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
একের পর এক কেন এভাবে আসন খালি হচ্ছে, জানতে চাইলে নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে ভর্তি পরীক্ষা কমিটির একজন সদস্য বলেন, মূলত গুচ্ছ পদ্ধতির কারণেই শিক্ষার্থীরা ভর্তি হয়েও অন্যকোন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে তারা চলে যাচ্ছে। এ পদ্ধতিতে একজন শিক্ষার্থী যতগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করে, প্রায় সবক'টিতেই সুযোগ পেয়ে থাকে। ফলে প্রতিটি বিশ্ববিদ্যালয়েই নতুন নতুন শূন্য আসন তৈরি হচ্ছে।
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে মোট এক হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com