প্রতিনিধি ||
কুমিল্লার বরুড়ায় আমড়াতলী আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ নভেম্বর উপজেলার আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশ গ্রহণে সকাল ১০টায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে প্রাথমিকে ৪র্থ ও ৫ম শ্রেণী এবং মাধ্যমিকে ৮ম ও দশম মিলে ১৭৩০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদিন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি ৪১ জন সাধারণ গ্রেডে ৬০ জন মোট ১০১ জন,মাধ্যমিকে ৮ম ও দশম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি ৩০ জন সাধারণ গ্রেডে ৪০ জনসহ মোট ৭০ জন বৃত্তি লাভ করে। বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী প্রত্যেকজনের জন্য একটি করে আমের চারা প্রদান করা হয়। এই ছাড়া শিক্ষক এবং অভিভাকদের জন্য চারা প্রদান করা হয়। এইদিনে মোট দুই হাজার চারা বিতরণ করা হয়।
বৃত্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী বলেন, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি কিন্তু বৃত্তি পাইনি। বৃত্তি না পেলেও আমের চারাগাছ পেয়েছি, তাতে খুশি। বাড়িতে নিয়ে রোপণ করবো, পরিবেশ রক্ষা পাবে এবং আম খেতে পারবো।
এদিন বিকাল ৩টায় আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবু সায়েমের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ( কুমিল্লা -৮) বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন শাহেরবানু ও আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আবদুল হক, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খাইরুল এনাম তৌফিক, সহ-সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ শাহ আলম বাবুল।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com