প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২২, ১১:০৬ অপরাহ্ণ
‘আমরা এলাকাবাসী’র রিইউনিয়ন ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক।
ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন 'আমরা এলাকাবাসী' সংগঠনের রিইউনিয়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী আয়োজনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ মধ্য পাড়া খেলার মাঠে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ পুরষ্কার বিতরণী ও রিইউনিয়ন অনুষ্ঠিত হয়।
এসময় সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা, লটারী উত্তোলন ও ফটো কম্পিটিশনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শাকির আইটি লিমিটেড ও ভিক্টোরী বাংলার ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলাপমেন্টের অবসরপ্রাপ্ত সিনিয়র রিসার্চ ফেলো ড.এম. এ. মান্নান।
শাকির আইটি লিমিটেডের চেয়ারম্যান হাজী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, ২নং শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর।
অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন আমরা এলাকাবাসী সংগঠনের এডমিন ইমন ইমরান, দুলালপুর এসএম এন্ড কে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন, শাকির আইটি লিমিটেড ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল রহমান, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ওসি মোঃ আব্দুল আলিম, শাকির আইটি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ শরীফ কাউছার, ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম (কাইয়ুম)সহ অনেকে।
উল্লেখ্য, 'আমরা এলাকাবাসী' একটি ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন। দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া উপজেলার বেশ কিছু গ্রামের সদস্যদের সমন্বয়ে এই সংগঠন নানা মানবিক কাজের জন্য প্রশংসিত হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com