আমেরিকার কোপেন স্টেট ইউভার্সিটি ও কুবির সমঝোতা

আমেরিকার কোপেন স্টেট ইউনিভার্সিটি’র সাথে দ্বিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর (এমওইউ) চুক্তি স্বাক্ষর করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোপেন স্টেট ইউভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন ওই বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

এ চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ম্যাটেরিয়ালস সাইন্স, ক্যামেস্ট্রি, অ্যানভায়রনমেন্টাল সাইন্স, ন্যানোটেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে গবেষণাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন৷ এছাড়া, বিভিন্ন গবেষণা উপাদান সংশ্লেষ করে কোপেন স্টেট ইউভার্সিটিতে পাঠালে ওই বিশ্ববিদ্যালয়ের ল্যাব সুবিধা পাওয়া যাবে৷

অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, ‘উই বিলিভ ইন ওয়ার্ক৷ এমওইউ সাইনের চেয়ে কাজটা করা জরুরি৷ আমাদের উদ্দেশ্যে হচ্ছে ন্যানো টেকনোলজি সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া৷’

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এদিকে সমঝোতা স্বাক্ষর চুক্তি শেষে ন্যানোটেকনোলজির ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির নেতা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা।