আমোদ-এর প্রথম সংখ্যার সম্পাদকীয় তার লেখা
আমোদ রিপোর্ট।।
সাপ্তাহিক আমোদ প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর ছোট বোন, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক ফারকুন্দা আক্তার ১০ ডিসেম্বর রাত ১০টায় তাঁর ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিলল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৩। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্নায়ুবিদ ও হৃদরোগে ভুগছিলেন।
পারিবাবিক সূত্র জানায়, ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি কয়েক বছর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লায় ড. আখতার হামিদ খানের সহকারী হিসাবে কাজ করেন। পরবর্তী সময়ে তিনি পরিবার পরিকল্পনা বিভাগে যোগদান করেন।
১৯৫৫ সালের ৫ মে আমোদ-এর প্রথম সংখ্যার সম্পাদকীয়টি ফারকুন্দা আক্তার লিখেছিলেন বলে মোহাম্মদ ফজলে রাব্বী তাঁর রচিত বই কাগজের নৌকায় উল্লেখ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, ছেলের বউ, তিন নাতি, এক নাতনি রেখে যান। তার স্বামী অবসরপ্রাপ্ত সচিব মির্জা আবদুল জলিল ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন।
১১ ডিসেম্বর সকালে ফারকুন্দা আক্তারকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com