প্রতিবেদক।।
ছাত্রদল কেন্দ্রীয় সাংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে সব সংস্কারের আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে এখন এরচেয়ে বড় আর কোনো সংস্কার হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আহবান এই মুহূর্তে দ্রুত নির্বাচন দিন।
৩ মে (শনিবার) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ধামতি ইউনিয়ন পরিষদ হল রুমে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক স্বেচ্ছাবেক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ মজিবুর রহমান সিকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্ম সদস্য মোঃ আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ ধর্ম সম্পাদক ইমতিয়াজ আহাম্মদ রহিম, প্রয়াত বিএনপি নেতা আঃ আউয়াল খানের ছোট ভাই আঃ কাইয়ুম খানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির ও এর অংঙ্গ সংগঠন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আউয়াল খান আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের উপর নির্মম অত্যাচার চালিয়েছে। আমাকেও সেই জালিম সরকার ছাড় দেয়নি। আমার নামে ৭২ টি মামলা হয়েছিল। আমিও আয়না ঘরে বন্দী ছিলাম। এখন আমার মুক্ত হলেও পুরোপুরি মুক্ত নায়। তবে এই সময় বেশিদিন থাকবে না। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com