কুমিল্লা নগরীতে আর্জেন্টিনা গলি !

মাহফুজ নান্টু,
এ যেন বিয়ে বাড়ি। রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে পথ। এখন বরের অপেক্ষা।  বরকে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন। তবে বর নয় আর্জেন্টিনার এক ভক্ত তার বাড়ির গলিকে সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকা দিয়ে। তাতেই গলির নাম পড়ে আর্জেন্টিনা গলি।
প্রিয় দল বিশ্বকাপের ফাইনালে খেলবে। সে জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে দলটির কুমিল্লা এক সমর্থক। দেয়ালে একেছেন আর্জেটিনার পতাকা। তৈরী করেছেন সেলফি জোন। বিশ্ব কাপ শুরুর পর থেকে প্রতিদিনই আর্জেন্টিনার ভক্তরা এসে এখানে ছবি তুলেন। সেই ভক্ত এখন অপেক্ষা করছেন মেসির হাতে বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণের জন্য।
এমন ভক্তের নাম সাইফুল আলম রনি। তিনি বিসিবির ফ্যাসিলিটিজ কমিটির সদস্য সচিব ও   কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি।
সাইফুল আলম রনি সেফি ফাইনালের দিন আর্জেন্টিনার পাঁচ শতাধিক জার্সি বিতরণ করেছেন দলের সমর্থকদের জন্য। ড্রোনে করে আকাশে উড়িয়েছেন প্রিয় আর্জেন্টিনার পতাকা। পাশাপাশি যে দিন আর্জেন্টিার খেলা থাকতো সেদিনই বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করতেন। সেখানে সহস্রাধিক  আর্জেন্টিনার সমর্থকরা খেলা দেখতেন। তাদের জন্য খাবারের ব্যবস্থাও করতেন।
আজ ফাইনাল খেলা। সে জন্য নিজের বাড়ির গলিটিকে সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার দিয়ে। দৃষ্টি নন্দন এই পতাকা দেখতে সকাল থেকে ভীড় করছেন আর্জেন্টাইন সমর্থকরা। ছবি তুলছেন। পাশে রয়েছে সেলফি জোন৷
এমন আয়োজনে সেলফি তুলতে আসেন মোঃ জাহেদুল ইসলাম। তিনি মর্ডান স্কুলের দশম শ্রেনীতে লেখাপড়া করেন। জানালেন প্রিয় দলের খেলা দেখবেন। তার আগে আর্জেন্টিনা গলিতে এসেছেন সেলফি তোলার জন্য। বন্ধুদেরকে ট্যাগ করবেন আনন্দের মুহুর্ত।

সাইফুল আলম রনি বলেন, আমি ক্রিকেটের লোক। কুমিল্লার ক্রিকেট নিয়ে কাজ করছি। তবে ফুটবলে আমি আর্জেন্টিনার ভক্ত। এটা সবাই জানে। আজ পুরো গলিতে পতাকা টানিয়েছি। পাশাপাশি  বড় পর্দায় খেলা দেখাবো। সাথে খাবারের ব্যবস্থা করেছি। সাইফুল আলম রনি জানান, আর্জেন্টিনার টিমের পর তার আরেক প্রিয় দল পর্তুগাল এবং প্রিয় খেলোয়াড়  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।