কুমিল্লা নগরীতে আর্জেন্টিনা গলি !
সাইফুল আলম রনি বলেন, আমি ক্রিকেটের লোক। কুমিল্লার ক্রিকেট নিয়ে কাজ করছি। তবে ফুটবলে আমি আর্জেন্টিনার ভক্ত। এটা সবাই জানে। আজ পুরো গলিতে পতাকা টানিয়েছি। পাশাপাশি বড় পর্দায় খেলা দেখাবো। সাথে খাবারের ব্যবস্থা করেছি। সাইফুল আলম রনি জানান, আর্জেন্টিনার টিমের পর তার আরেক প্রিয় দল পর্তুগাল এবং প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।