
কুমিল্লা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে খাতা, কলম, ভেসলিন, কেক, জুস, লুডুসসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাব কুমিল্লা মেট্রোপলিটনের সাবেক সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান মো. আবদুল হালিম মজুমদার, এপেক্স ক্লাব কুমিল্লা মেট্রোপলিটনের প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্স কামরুজ্জামান চৌধুরী ফারুক, রেলওয়ে পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার।
অনুষ্ঠানে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিয়মিত স্কুলে উপস্থিত থাকবে। শিক্ষক ও পিতা মাতার কথা শুনবে ও মানবে। ভালো ফলাফলের পাশাপাশি মানবীয় গুণাবলী ভালো মানুষ হবে। পরিস্কার ও পরিচ্ছন্ন থাকবে।
রোটারিয়ার মো. আবদুল হালিম মজুমদার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তারাই একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের গণিতের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের সেক্রেটারী এপেক্স হাসান ভূইয়া. অনুষ্ঠানের সমন্বয়ক কুমিল্লা আইডিয়াল কলেজের পৌরনীতি সুশাসনের প্রভাষক তাহমিনা আক্তার, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
--
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com