প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ
আ”লীগ নেতার বিরুদ্ধে ইট লুটের অভিযোগ

উপজেলা রিপোর্টার,তিতাস।।
কুমিল্লার তিতাসে ৫২ লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ উঠেছে এক আ.লীগ নেতার বিরুদ্ধে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামসুল হক মোল্লা ।
জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন জগতপুরস্থ ন্যাশনাল ইটভাটা দখল করে স্থানীয় ওয়ার্ড আ.লীগের সভাপতি শামসুল হক মোল্লা, তার ছেলে নুরুজ্জামান ও ভাতিজা রাকিবুল ইসলামসহ ১৫-২০ জনের একটি দল ৭/৮ টি হাইড্রলিক্স ট্রাক্টর দিয়ে ইটগুলো ভরে নিয়ে যায়।
ন্যাশনাল ইটভাটার পার্টনার মো.জামাল হোসেন অভিযোগ করেন,২০১২ সালে এই ব্রিকফিল্ডটি চালু হয়। সে থেকে পার্টনার আবুল হোসেন মোল্লার সাথে আমি ও নজরুল ইসলাম পার্টনারে আছি।
কিন্তু ৫ আগস্ট আ'লীগ সরকার পতনের পর আবুল হোসেন মোল্লা পালিয়ে গেলে ইটভাটা পার্টনারদের মধ্যে শুরু হয় পাওনা টাকার নিয়ে নানা দেন দরবার।এই ইটভাটা শুরুতে আমি ২০ লাখ টাকা দিয়ে পার্টনার হয়েছি। যার লভ্যাংশ আমি এখনো পাওনা ৭৫ লাখ টাকা।কিন্তু টাকার হিসাব নিকাশ শেষ না হতেই ৫-৬ দিন যাবৎ ওয়ার্ড আ.লীগ নেতা শামসুল হক মোল্লারা বহিরাগত লোকজন নিয়ে এসে ইট গুলো লুট করে নিয়ে যাচ্ছে।
আমরা বলেছিলাম অন্যান্য পার্টনারদের সঙ্গে কথা বলে তারপর তারপর ইট বেচাকেনা হবে। কিন্তু এর আগেই জোর পূর্বক ব্রিক ফিল্ড থেকে চারদিন যাবৎ প্রায় ৫২ লক্ষ টাকার ইট নিয়ে গেছে।
আজকেও ৭/৮ টি গাড়ি লাগিয়ে তড়িঘড়ি করে ইট নিয়ে যাচ্ছে শামসুল হকরা।
এ বিষয়ে জানতে চাইলে শামসুল হক মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই ব্রিকফিল্ডের সাবেক মালিক ছিলাম এখনো বৈধ মালিক, কিন্তু মামলাবাজ ও সন্ত্রাসী সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গংয়ের মামলা হামলার কারণে একযুগ ধরে এলাকায় এসে দাবি করতে পারিনি। হিসেব নিকাশ করতেও পারিনি।
এখন সময় এসেছে মালিকানা দাবি নিয়ে ইট বিক্রি করছি।
তিতাস থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন,খবর শুনে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তাদের পার্টনারদের। তারা বসলেই হয়তো সমাধান হতো।এ বিষয়ে আমি নজরদারি রাখছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com