ইইউভুক্ত দেশে র্যাক্স সিস্টেম বাস্তবায়নে কুমিল্লায় সেমিনার
অফিস রিপোর্টার।।
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে রেজিস্টার্ড এক্সপোর্টার্স (র্যাক্স) সিস্টেম বাস্তবায়ন মনিটরিং প্রক্রিয়া জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো কুমিল্লার আয়োজনে বুধবার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) কুমিল্লার কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমান। সেমিনারে ইইউভুক্ত দেশে র্যাক্স সিস্টেম বাস্তবায়ন ও মনিটরিং প্রক্রিয়া জোরদারকরণ বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক বেগম কুমকুম সুলতানা। রপ্তানি উন্নয়ন ব্যুরো কুমিল্লার সহকারী পরিচালক এএইচএম এরশাদুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান ও কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জামাল আহমেদ। সেমিনারে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এবং ব্যাংকের প্রতিনিধিরা র্যাক্স সিস্টেম বাস্তবায়নে মুক্ত আলোচনায় অংশগ্রহণ নেন।