প্রতিনিধি।।
ইজতেমা ময়দানে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচরে অবরোধ করেছে জোবায়েরপন্থীরা। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জোবায়েরপন্থীরা বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের দুইপাশে অন্তত দশ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃংখলাবাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় অবরোধকারীরা সাধারণ মানুষজনের কষ্ট লাঘবে তাদের কর্মসূচি প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়েল অভিযোগে বিক্ষোভ মিছিল নিয়ে হাজির হন।
দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইজতেমায় যারা হামলা ও খুনোখুনির ঘটনার সাথে জড়িত তাদেরকে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলামীর কুমিল্লা মহানগরীর সভাপতি শামছুল ইসলাম জিলানী, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আমজাদ হুসাইন, মারকায মসজিদের শুরা সদস্য মাওলানা মফিজুল ইসলামসহ অন্যরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com