প্রতিনিধি।।
কুমিল্লায় ছোট মাপের ইট প্রস্তুত ও বিক্রি করায় এক ইটভাটাকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিএসটিআই‘র এই অভিযানে মোবাইলকোর্টের মাধ্যমে এই জরিমানা করেন হোমনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হোমনার চন্ডীরচর এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকস লাইসেন্স ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ডের চেয়ে ছোট মাপের ইট প্রস্তুত ও বিক্রয় করে আসছিল। এসব অপরাধে তাদের ওজন ও পরিমাপ মানদ- আইনে ৫০ হাজার টাকা এবং ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসক ছাড়পত্র এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় ইট ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই কুমিল্লার উপপরিচালক ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, আমরা নিয়মিত অভিযান করছি। আজ একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার কাজী মো. শাহান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com