প্রতিনিধি।।
বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা, খ্যাতিমান প্রাবন্ধিক-গবেষক কুমিল্লার কৃতী সন্তান মামুন সিদ্দিকী 'আবদুল রসুল ও বাংলার রাজনীতি' শীর্ষক গবেষণা-গ্রন্থের জন্য বাংলাদেশ ইতিহাস পরিষদ কর্তৃক পুরস্কৃত হয়েছেন। ২ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে বাংলাদেশ ইতিহাস পরিষদ-আয়োজিত বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই পুরস্কার ও অর্থসম্মানী লেখকের হাতে তুলে দেন।
[caption id="attachment_39558" align="alignleft" width="194"] মামুন সিদ্দিকী[/caption]
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ মোহাম্মদ খান, মূল বক্তা বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। বাংলাদেশ ও বহির্বিশ্বের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক, ইতিহাসবিদ, গবেষক ও ইতিহাসপ্রেমী সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ইতিহাস পরিষদ দ্বিবার্ষিক সম্মেলনে প্রতি বছরে একটি শ্রেষ্ঠ ইতিহাস-গ্রন্থকে পুরস্কৃত করে থাকে। 'আবদুল রসুল ও বাংলার রাজনীতি' গ্রন্থটি ২০২৩ সালের শ্রেষ্ঠ ইতিহাস-গ্রন্থ হিসেবে বিবেচিত হয়েছে। বাংলা একাডেমি-প্রকাশিত উক্ত গ্রন্থটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিল অভিসন্দর্ভের পরিমার্জিত গ্রন্থরূপ।
বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান, বিস্মৃত বাঙালি মনীষী ব্যারিস্টার আবদুল রসুল ১৯০৫ সালের বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে নেতৃভূমিকা গ্রহণ, দ্য মুসলমান পত্রিকা প্রকাশ, সওগাত প্রকাশে উৎসাহদান প্রভৃতি রাজনৈতিক ও সামাজিক ভূমিকা ও অবদানের মাধ্যমে বাংলার সামাজিক ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com