ইভিএমের প্রশিক্ষণ নিচ্ছেন দুই সহস্রাধিক কর্মকর্তা

 আমোদ প্রতিনিধি।
  আগামী সপ্তাহের বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন ( কুসিক) নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হবে ভোট গ্রহণ।
এদিকে ভোট গ্রহণের আগে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে কুসিক নির্বাচন কমিশন। ৯ জুন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ চলবে আগামী ১২ জুন পর্যন্ত।
কুমিল্লা জিলা স্কুল ও ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ে সকাল ৯ থেকে প্রশিক্ষণ শুরু হয়।
যারা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন তাদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার মোঃ শাহেদুন্নবী চৌধুরী বলেন,  ২১ শ ৬৫ জন অফিসার প্রশিক্ষণ গ্রহণ করছেন। ধাপে ধাপে এ প্রশিক্ষণ দেয়া হবে।  অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার দরকার আমরা সবই করছি।