[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
আমোদ ডেস্ক
ঈদুল আযহা মানে ত্যাগের উৎসব। মুসলিমগণ ঈদুল আযহার নামাজ মসজিদে বা খোলা মাঠে আদায় করে থাকেন। ঈদের নামাজ জ্বিলহজ্জের ১০ তারিখে, সূর্য উদয়ের পর থেকে যোহর নামাজের সময় হবার আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে যে কোনো সময় আদায় করা হয়ে থাকে।
১. খুব ভোরে শয্যা ত্যাগ করা সুন্নাত।
২. মিছয়াক করা সুন্নাত।
৩. গোসল করা সুন্নাত।
৪. নিজের সব চেয়ে ভাল কাপড়টি পরিধান করা সুন্নাত।
৫. শরীয়াতের সীমার মধ্যে থেকে যথাসাধ্য সুসজ্জিত হওয়া সুন্নাত।
৬. খোশবু লাগানো সুন্নাত।
৭. ঈদুল আজহাতে নামাযের পূর্বে কিছু না খেয়ে নামাযের পর কুরবানীর গোশত দিয়ে খাওয়া মুস্তাহাব।
৮. নিয়তকে খালিস করে কুরবানী করা সুন্নাত।
৯. মোটাতাজা পশু দিয়ে কুরবানী করা সুন্নাত।
ঈদের দিন উপলক্ষে যেখানে গান-বাজনা, অবাধে নারী-পুরুষ বিচরণ ইত্যাদির আয়োজন থাকে—এমন মেলা আয়োজন করা, অংশগ্রহণ ও সহযোগিতা দেওয়া সম্পূর্ণ হারাম।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com