অফিস রিপোর্টার।।
এক সাক্ষাতকারে আমোদ উপদেষ্টা সম্পাদক শামসুননাহার রাব্বী বলেছিলেন, সততা ও পরিশ্রম আমাদের একমাত্র পুঁজি। আমোদ প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী নিজ হাতে পাঠকের বাসায় পত্রিকা পৌঁছে দিতেন। নিজে গ্রাহক চাঁদা তুলে আনতেন। পরিবারের সদস্যরা সবাই পত্রিকার বাইন্ডিং থেকে শুরু করে বিলির কাজও করতো। এমনও দিন গেছে আমরা চিড়া মুড়ি খেয়ে দিন কাটিয়েছি। ঈদের সময় গলার হার বন্ধক দিয়ে কর্মীদের বেতন দিয়েছি।
তিনি আরও বলেন, পাঠকের অকৃত্রিম ভালোবাসা অর্জন করা না গেলে এতো দীর্ঘ সময় টিকে থাকা যেতো না। ১৯৮৫ সালে ইউনেস্কো সাপ্তাহিক আমোদকে এশিয়ার ৫টি সফল আঞ্চলিক সংবাদপত্রের একটি হিসেবে ঘোষণা করে। যা কুমিল্লা জেলা শহর থেকে প্রকাশিত সংবাদপত্রের জন্য একটি বিরাট আনন্দের বিষয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com