প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ
ঈদ নির্বিঘ্নে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভায় কঠোর সিদ্ধান্ত গ্রহণ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ঈদ অত্যাসন্ন। নির্বিঘ্ন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন করার লক্ষ্যে পশুর হাটে চাঁদাবাজি,জাল টাকার বিস্তার, সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধ, দ্রুত বর্জ্য অপসারণ, ঈদের আগে-পরে তিন দিন মোটরসাইকেলে করে জেলা পারাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।
বুধবার (০৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতেই এই বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ বিজিবি, র্যাব ও বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। সভায় পশুর হাটে চাঁদাবাজি ও জাল টাকা রোধে নানা সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি সীমান্ত দিয়ে পশু চামড়ার অবৈধ পাচার রোধে বিজিবির তৎপরতা বৃদ্ধিসহ নানা সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও কোরবানি শেষে পশু বর্জ্য দ্রুত অপসারণ এবং মহাসড়কে ঈদের আগে ও পরের ৩ দিন মোটরসাইকেলে করে এক জেলা থেকে অন্য জেলায় পারাপর বন্ধে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেয়া হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com